টনসিলের ব্যথা থেকে মুক্তি পাওয়ার ৫ টি ঘরোয়া পদ্ধতি

টনসিল এমন এটকা রোগ যেটা শিতের সময়  রোগ ঘরে ঘরে ছড়িয়ে পড়ে।টনসিল  এর ব্যথা অনেক সময়ই যন্ত্রণাদায়ক হয়ে ‍ওঠে।
শিতকালের পাশা-পাশি বর্ষাকালেও একটু ঠাণ্ডা থাকলে টনসিলের সমস্যা দেখা দিতে পারে।
আর এই টনসিল এঁর ব্যথায়  ডাক্তারের কাছে যায় অনেকেই। কিন্তু একটু কস্ট করলেই ঘরুয়া পদ্ধতিতেই  টনসিল এঁর ব্যথা দূর করা সম্ভব।
 টনসিলের ব্যথার প্রধানত ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে।
সর্দি-কাশির ভাইরাসগুলোই টনসিলের এ সংক্রামণের জন্য দায়ী।
ঘরোয়া পদ্ধতিতে  টনসিলের ব্যথা থেকে মুক্তি পাওয়ার  ৫ টি  প্রতিকার সম্পর্কে নিচে দেয়া হলো-
লবণ পানি
টনসিল ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার জন্য  কুসুম গরম পানিতে সামান্য লবণ নিয়ে গড়গড়া করলে ব্যথা  দূর হইয়ে যায়।
চায়ে আদা কুচি
এক চামচ আদা কুচি আর চা পাতা দিয়ে দুই কাপ পানিতে  ১০ মিনিট ফুটিয়ে নিন ।
 দিনে ৪ থেকে ৫ বার এভাবে চা খেলে ব্যথা থেকে মুক্তি পাবেন। আদার  অ্যান্টি ইনফালামেন্টরি এবং   অ্যান্টি ব্যকটেরিয়াল উপাদান সংক্রামণ ছড়াতে বাধা দেয়। ফলে টনসিলের ব্যথা কমে যায়।
গরম পানি ও লেবুর রস
এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু, আধা চামচ লবণ  মিশিয়ে নিন। এটি টনসিলের ব্যথা  দুর করতে  জন্য অত্যন্ত কার্যকরী উপাদান হিসেবে কাজ করে।
চা পাতা ও মধু
 প্রথমে এক কাপ পানি গরম করে নিন। এই গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা্ সাথে এক চামচ মধু দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। এ চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট  থাকে, যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে।
ছাগলের দুধ  
ছাগলের দুধে অনেক অ্যান্টিবায়োটিক উপাদান আছে।যা টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী। ।
@copy 50%

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post