মোবাইল ফোন যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম । মানব জীবনের অপরিহার্য অংশ মোবাইল ফোন।
ঘুমানোর সময় বালিশের পাশে, বাইরে ঘুরতে শার্টের বুক প্যান্টের পকেটে বা পকেটে মোবাইল রাখা হয়। কিন্তু আপনি কি জানেন , এর জন্য মারাত্মক সব সমস্যা হতে পারে শরীরে।
বিশেষজ্ঞদের মতে , ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্টেড বুক পকেটে মোবাইল রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে।
তাই মোবাইল ব্যাগে রাখার অভ্যাস করেন, ফ্ললে দুই থেকে সাত শতাংশ রেডিয়েশনের পরিমাণ অন্তত কম হবে । গবেশ্লষণায় দেখা গেছে, মোবাইল থেকে প্রাপ্ত রেডিয়েশন এর সাথে টিউমার গ্রোথের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
আর এ ধরনের রেডিয়েশনের ফলে পাল্টে যেতে রে আপনার ডিএনএ স্ট্রাকচার। হতে পারে বন্ধ্যত্ব ও হ্রদয় বিদারক নানা সমস্যা, হ্রাস পেতে পারে হাড়ের ঘনত্ব।
প্যান্টের পকেটে মোবাইল রাখলে পেলভিক বোনের গঠনে সমস্যা হতে পারে, ----
পকেটে মোবাইল রাখালে পিঠের দিকে রেডিয়েশন যায় যার ফলে পিঠে ব্যথা হতে পারে। এমকি পিছনের পকেটে ফোন রাখলেও সমস্যা দেখা দেয়। তাই মোবাইল ফোন নিরাপদ দূরত্বে রাখুন।