মোবাইল ফোন পকেটে রাখলে যে ক্ষতি হয় !!

 sherpur-it.com

মোবাইল ফোন যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম  । মানব জীবনের অপরিহার্য অংশ  মোবাইল ফোন।

ঘুমানোর সময় বালিশের পাশে, বাইরে ঘুরতে শার্টের বুক প্যান্টের পকেটে বা  পকেটে  মোবাইল রাখা হয়। কিন্তু  আপনি কি জানেন , এর জন্য মারাত্মক সব সমস্যা হতে পারে শরীরে।
বিশেষজ্ঞদের মতে , ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্টেড বুক পকেটে মোবাইল  রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে।
তাই মোবাইল ব্যাগে রাখার অভ্যাস করেন,  ফ্ললে  দুই থেকে সাত শতাংশ রেডিয়েশনের পরিমাণ অন্তত কম হবে । গবেশ্লষণায় দেখা গেছে, মোবাইল থেকে প্রাপ্ত রেডিয়েশন এর সাথে  টিউমার গ্রোথের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

আর এ ধরনের রেডিয়েশনের ফলে পাল্টে যেতে রে আপনার ডিএনএ স্ট্রাকচার।  হতে পারে বন্ধ্যত্ব ও হ্রদয় বিদারক নানা সমস্যা, হ্রাস পেতে  পারে হাড়ের ঘনত্ব।

প্যান্টের পকেটে মোবাইল রাখলে পেলভিক বোনের গঠনে সমস্যা হতে পারে, ----

পকেটে মোবাইল রাখালে  পিঠের দিকে রেডিয়েশন যায় যার ফলে পিঠে ব্যথা হতে পারে। এমকি পিছনের পকেটে ফোন রাখলেও সমস্যা দেখা দেয়। তাই মোবাইল ফোন  নিরাপদ দূরত্বে  রাখুন।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post