কেউ কেউ বিশেষত ডিগ্রি এবং অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে Determiner তো গ্রামারের অত্যন্ত প্রাথমিক বিষয়গুলো আবার কেন পড়তে হবে আসলে ছোটবেলায় কেবল পার্টস অফ স্পিচ এর মধ্যে অন্তর্ভুক্ত করে যেভাবে Determiner শেখানো হয় তা ছিল অসম্পূর্ণ Sentence এর contex থেকে বিচ্ছিন্ন করে কেবলমাত্র word হিসেবে parts of speech শিখলে তেমন কোন লাভ হয়না । word বা parts of speech সম্পর্কিত জ্ঞান তখনই কাজে যখন তাকে কিভাবে হবে না এসব কি ভাবে ব্যবহৃত হবে হবে না কেন বিশেষ উপায় ব্যবহৃত হবে কিংবা বিশেষ কোনো উপায় ব্যবহৃত হবে না এসব বিষয়ে যাবতীয় প্রশ্নের জবাব দেওয়া হবে। এই Post আমরা Determiner এর প্রতি এরূপ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে থাকবো . তাহলে আমরা বলতে পারি যে নিম্নলিখিত উদ্দেশ্যে Determiner সম্বন্ধে ভালো জ্ঞান থাকা আবশ্যক
* কোন ধরনের Noun Group এর আগে Determiner ব্যবহৃত হবে এবং কোন ক্ষেত্রে হবে না তা জানতে.
* একাধিক Determiner এর ক্ষেত্রে কোনটি কোনটি ব্যবহার করা যায় বা যায় না এবং ব্যবহার করা হলে কোনটি আগে এবং কোনটি পরে বসবে এসব বিষয় জানতে।
দেখা যাচ্ছে যে Determiner ব্যবহার ভালো হবে না জানলে শুদ্ধ ভাবে phrase গঠন করা যাবে না এবং Sentence শুদ্ধ হবে না
