বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর এই অভিযোগ তাদের ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
অনেক ব্যবহারকারী আছে তারা জানেনা কিভাবে মোবাইল ফোন ঠিক ভাবে চার্জ দিতে হয়।
মোবাইল চার্জ দেওয়ার কিছু সঠিক নিয়ম আছে এসব নিয়ম না মেনে অনিয়ন্ত্রিতভাবে চার্জ দিলে ব্যাটারি আয়ু কমতে থাকে। যে কোম্পানির হোক না কেন বানানোর শুরুর দিন থেকে আস্তে আস্তে চার্জ ধারণ ক্ষমতা কমতে থাকে।
তবে কিছু নিয়ম মেনে চার্জ দিলে বেটারী ভালো রাখা ও বেশিক্ষন চার্জ ধরে রাখা সম্ভব।
আসুন জেনে নেই সেই নিয়ম গুলি :
১. অধিক সময় চার্জ ধরে রাখার জন্য মোবাইল brightness কমিয়ে রাখুন।
২. আমরা অনেক সময় মোবাইল ভাইব্রেশন করে রাখি এই ভাইব্রেশন ও মোবাইল এর চার্জ দ্রুত শেষ করে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ভাইব্রেশন করবেন না।
৩. অধিক চার্জ এর আশায় রাতে গুমানুর আগে অনেকেই মোবাইল চার্জ এ দিয়ে গুমিয়ে যান, এটা বেটারির জন্য ক্ষতিকর।
৪. আমাদের ফোন অনেক অপ্রয়োজনীয় এপপ্স থেকে কিছু এপপ্স আছে যেগুলো বেটারী গরম করে & মোবাইল এর চার্জ শেষ করে দেয় তাই এসব এপপ্স ডিলিট করে দিন।
৫. বিভিন্য ধরণের এপপ্স যেমনঃ মেসেঞ্জার , ই-মেইল, এ 'পুশ নোটিফিকেশন' চালু করা থাকে। প্রয়োজন না হলে এসব এপপ্স এর পুশ নোটিফিকেশন অপশন বন্ধ করে রাখেন কারণ এগুলো চার্জ কমায়।
৬. মোবিলিয়ে ডাটা এর পরিবর্তে wifi ব্যবহার করেন এতে চার্জ বেটারির চার্জ কম খরচ হয়।