Present Indefinite Tense এ Subject third person singular number হলে verb এর শেষে যুক্ত করার নিয়ম
Verb এর শেষে Ch, ss, sh, x zz, থাকলে es যুক্ত হয়
Watch-watches miss-misses
Wash-washes mix-mixes
Buzz-buzzes
Verb এর শেষে Y এবং তার আগে consonant থাকলে Y উঠে গিয়ে i বসবে সাথে es যুক্ত করতে হবে
Hurry-hurries study-studies Reply-replies
কিন্তু Verb এর শেষে Y এবং তার আগে Vowel থাকলে শুধু s যুক্ত করতে হয়
Pay-pays
Enjoy-enjoys .
উপরের নিয়ম ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে verb এর শেষে s যুক্ত হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ কিছু ওয়ার্ড আছে যে গুলো ব্যতিক্রম ধর্মি উপরের কোনো নিয়মের সাথে মিল নেই ,.
Have-Has
go-goes
do - does
be -is