শিশুদের যেভাবে করোনা থেকে নিরাপদ রাখবেন





তরুণ বয়স্কদের পাশাপাশি শিশুরাও বর্তমানে করোনা মহামারীতে আক্রান্ত হচ্ছে।
 তাই আমাদের তাদের প্রতি যত্নশীল হওয়া উচিত যেন তারা করোনাভাইরাসের এই বিপর্যয় কালে স্বাস্থ্যঝুঁকিতে না পরে ।
 শিশুদের জন্য করানো  যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য হাত ধোয়া ও মাস্ক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।
 এছাড়া ঘরের বাইরে  থেকে এসে কখনো শিশুকে স্পর্শ করার আগে অবশ্যই নিজে জীবাণু মুক্ত হবেন ।
 এছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো  শিশুদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে আপনাকে করতে হবে ।

১। শিশুরা করোনাভাইরাস  ছড়ানোর বিষয়ে সচেতন না । তাই পরিবারের অন্যান্য সদস্য  বিশেষ করে বয়স্ক সদস্যের  থেকে তাদেরকে  দূরে রাখুন ।

২  বাইরে যাওয়ার প্রয়োজন হলে শিশুদের হাত দেওয়াও মাস্ক পড়ার প্রতি খেয়াল রাখুন ।
৩  যদি আপনার শিশু করোনাই আক্রান্ত হয় তাহলে হাসপাতালে  আইসোলেশন রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন ।
৪   পরিবারের অন্যান্য সদস্যদের কেউ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং  মাস্ক ব্যবহার করতে হবে ।
৫।  করুণা একটি সংক্রামক ব্যাধি এ বিষয়ে শিশুদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে করোনা ভাইরাস সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিতে হবে । যাতে তারা জানতে পারে করোনাভাইরাস কি এবং  এই ভাইরাস থেকে ভালো থাকতে  যা করতে হবে 

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post