পেট ব্যথা কমানোর উপায়

stomach pain



যন্ত্রণা কারী রোগের   নাম হচ্ছে পেট ব্যথা। এটা একবার শুরু হলে থামানো খুব মুশকিল।

 যার ফলে আমরা পেট ব্যাথা শুরু হবে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকি ডাক্তারের পরামর্শ ছাড়াই

 তবে  চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনভাবেই পেট ব্যথার ঔষধ খাওয়া  ঠিক নয়। 


পারি পেট ব্যথার ওষুধ ছাড়াও আমরা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে পেট ব্যথা কমাতে পারি। 

তো এই বিষয়ে আজকে আলোচনা করব। 

পেট ব্যথা কমানোর ঘরোয়া উপায়:

(১) হজমের সমস্যা বা অরুচি জনিত পেট ব্যথা হলে  আদা কেটে লেবুর রসের  সাথে মিশিয়ে রাখুন এবং এটা রোদে শুকিয়ে নিন। 

   প্রতিদিন খাবারের পর  নিয়মিত এই আদা খেলে পেট ব্যথা নিরাময় হবে। 

(২)  এসিডিটি বা গ্যাস জনিত কারণে পেটের ব্যথা হলে কিছু কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন 

এবং প্রতিদিন সকালে  চিবিয়ে খাবেন, এতে করে পেট ঠান্ডা হবে এবং গ্যাসের  জালাপোড়া দুর হবে। 

(৩) ডায়রিয়া বা জন্ডিস জনিত কারণে পেট ব্যথা হলে  প্রতিদিন  2 বেলা বেদনার রস পান করুন। 

এতে আপনার পেট ব্যথা কমে যাবে এবং পাশাপাশি কমবে ডায়রিয়া। 

(৪)  অনেক নারী আছে যারা মাসিক জনিত কারণে পেট ব্যথায় ভুগে থাকেন।  

তারা দুই চামচ তুলসী পাতার রস হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করবেন এতে আপনার পেট ব্যথা দূর হবে। 

এছাড়াও পেট ব্যথা দূর করার আরও বিভিন্ন উপায় আছে।

 তবে আপনি পেট ব্যথার জন্য কোন প্রকার মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। 


Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post