সাবানের রং হরেক রকম তবে , সব সাবানের ফেনা সাদা কেন!


মানুষের দৈনন্দিন ব্যবহারের এক অন্যতম উপকরণ হলো সাবান।গোসল করা কাপড় মজা হাত ধোয়া এবং বিভিন্ন কাজের সাবান ব্যবহার করা হয় । আর এই সাবান হতে পারে বিভিন্ন রকমের যেমন লাল নীল হলুদ সাদা ইত্যাদি।সাবান  যে রঙের-ই হোক না কেন তার ফেনা  সব সময় সাদা রঙের হয় । কিন্তু কেন সব সাবানের ফেনা সাদা হয় আসুন তা  জেনে নেই,
এর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা।
তার আগে প্রথমে জানা দরকার সাবানের ফেনা কেন হয়?
 সাবানে  সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম থাকার কারণে সাবানের ফেনা তৈরি হয়। 
সাবান যখন গলে যায় তখন বাতাস, জল এবং সাবানের বুদবুদ তৈরি হয়,
এই বুদবুদ সমষ্টি হল সাবানের ফেনা।
ফেনার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে দিয়ে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে।
তাই সাবানের ফেনাকে স্বচ্ছ লাগে। আসলে আলো এত দ্রুত যায় যে তা সব রংয়েই ভেঙে যায়। কোনও বস্তুর ক্ষেত্রে এমন হলে তার রং হয় সাদা। আর সেই কারণেই সাবানের ফেনাকে সাদা লাগে।    

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post