যেকোন নামকেই Noun বলে এটা আমরা সবাই জানি তবুও Noun সম্পর্কে পুরোপুরি ধারণা আমাদের নেয়। তাই আজকের এই আলোচনা:
Defination: Noun একটি নামবাচক শব্দ যা কোন ব্যাক্তি,বস্তু,প্রাণি বা স্থান ইত্যাদির নাম বুঝায়।
Noun কে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়।
1.Concrete Noun 2.Abstract Noun
Concrete Noun 4 প্রকার:
a.Proper Noun
b.Common Noun
c.Collectivd Noun
d.Metarial Noun
1.Concrete Noun: যাদের স্পর্শ করা যায়,চোখে দেখা যায় অথাৎ বাহ্যিক অস্তিত্ব আছে তাদের concrete Noun বলে।
Ex::Cow,book,air,gas etc.
a)Proper Noun: Proper শব্দটি শোনার সাথেই বুঝা যায় এটি কেমন । সহজ ভাষায় যে word এর দুই নাই বা দ্বিতীয় কোন কিছু হয় না তাই Proper Noun.অথাৎ নির্দিষ্ট ব্যক্তি, বস্তুু, প্রাণি এবং স্থানের নাম। Proper noun এর first অক্ষর Capital letter হয়।
Ex:: Rahim ,Dhaka
**Proper Noun এর পূর্বে Determiner বসে না।
Ex::The Sifat comes here(incorrect)
Sifat comes here (correct
**Proper Noun plural হয় না।
Ex::Dhakas is a capital city of Bangladesh(incorrect)
Dhaka is capital city of Bangladesh (correct)
** তবে Earth,sun,moon etc এদের পূর্বে The বসে।
b)Common Noun: অথাৎ যে word সরকারী,একটি word বললে তার মত সব word কে বুঝায়। মানে মানিকে মানিক চিনার মত অবস্থা।নির্দিষ্ট নাম না বুঝিয়ে সমজাতীয় নাম কে বুঝালে common Noun হয়।
Ex::City,River,Boy
c) Collective Noun: collect শব্দটি দ্বারা কি বুঝা যায়। হা সংগ্রহ ,তার সাথে tive যুক্ত হয়ে adjective word collective গঠিত হয়। অথাৎ যে শব্দ দ্বারা সমষ্টি বুঝায় তাই collective noun
Ex::Team,army,cattle etc..
** Collective Noun যদি subject রুপে ব্যাবহার হয় তবে verb singular হবে
Ex:: A flock of Birds is flying.
** Collective Noun কখন কখনও সমষ্টি না বুঝিয়ে পৃথক পৃথকভাবে বুঝায়, তখন Verb plural হয়
Ex::The class are divided into two divisions.
d)Metarial Noun: যা পরিমাপ করা যায় না তাই Metarial Noun
Ex:;Oil,water,milk,all gas etc..
2.Abstract Noun:যা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না তাই Abstract Noun.
Ex::Love,kindness,childhood
**গণনার দিক বিবেচনা করে noun কে দুটি ভাগে ভাগ করা যায়:
1.Countable Noun: যে Noun কে গননা করা যায় তাকে Countable Noun বলে।
Ex::Chair,Table, mobile etc
2.Uncountable Noun:; যে Noun কে গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে
Ex::Milk,Honesty,love,hate,,all abstract noun is uncountable Noun
★ Difference between countable & Uncountable Noun
Countable Noun—------------ Uncountable Noun
*s/es যুক্ত হয় ---------------S/es যুক্ত হয় না
*Singular/ plural দুটি--------- শুধু singular ব্যাবহার হয়
**এদের পূর্বে Artical বসে---------বসে না
**পূর্বে few/many বসে ----+++ Little/much বসে
★★Compound Noun::যখন একের অধিক Word যুক্ত হয় Noun এর কাজ করে তাকে compound Noun বলে।
Ex::Noun+Noun--Riverbank,Sunlight
Gerund+Noun--swimming pool,writing table
Verb+Noun-----callgirl,pickpocket
Formation of Noun::
Verb+(-sion/tion/age/ance/er/or/r/ment/ry/th/ure)= Noun
Permit+sion=permision
Celebrate+tion=Celebration
Carry+age=carriage
Attend+ance=attedance
Box+er=Boxer
Dictate+or=Dictator
Compile+r=compilor
Acquire+ment=acquirement
Discover+y=Discovery
Grow+th=Growth
Please+ure=pleasure
★★Adj+(-cy/ence/dom/ness/ity)=Noun
Decent+cy=Decency
Innocent+Ce=Innocene
Free+dom=Freedom
Complete+ness=completeness
Rational+ity=Rationality
**Noun+(-hood/ship/sim)=Noun
Child+hood=childhood
Friend+ship=Friendship
Hero+ism=Heroism
★★★শব্দের শেষে নিচের শব্দাংশ থাকলে বুঝতে হবে তা Noun
age--marriage
cy---accuracy
ence--innocence
hood---childhood
ment--management
sion---confusion
ance--attendance
dom---martyrdom
th---growth
tude--longitude
ure---pleasure
tion---action
***যেকোন sentence এর preposition এর পর একটি word থাকলে সেটি Noun হবে
Ex::He goes to college(n).
***Article এর পর একটি word থাকলে সেটি Noun হবে
Ex::I walked for a while(n).
**Artical এর পর verb থাকলে তা অবশ্যই Noun হবে
Ex::Where there is a will there is a way
**Article ও preposition এর মাঝে কোন word থাকলে তা অবশ্যই Noun হবে।
Ex:Hasan kept the first(n) for a week
** Preposition এর পর verb থাকলে তা অবশ্যই gerund বা Noun from আকারে লিখতে হবে।
Ex:: Sifat is wearing the shoe for going to school.
** Preposition এর পর দুইটি word থাকলে প্রথমটি Adjective এবং পরেরটি Noun হবে
** Determiner এর পরেরে শব্দটি Noun হবে
Ex::The(dem)kindness(n) of prophet Mohammod (sm)will be remembered forever.
★★Determiner Noun বা Pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা,সংখ্যা,পরিমাপ ইত্যাদি বুঝায় ।
বস্তুবাচক Determiner:
ARTICLE---------A/AN/THE
POSSESSIVE------MY/YOUR/HIS/HER/IT'S/OUR
DEMONSTRATIVE--THESE/THAT/THESE/THOSE
আরও রয়েছে Some,any,so,each,all,many,few,several,much,little,less etc.
**Uncountable noun এর পূৃর্বে too much/much ;countable Noun এর পূর্বে too many/many বসে
Ex::There is too much traffic on the road.
I have too many book.
** Uncountable Noun এর পূর্বে little/a little/The little/only little/much/less বসে।
Ex::Little information is currently available to study Human statistics project
** যেকোন possessive from এর পর একটি word থাকলে তা noun হয়
Ex::Give place to your betters(n).